
আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলে উত্তর-পশ্চিমাঞ্চলীয় অ্যাক্রে প্রদেশে রিও ব্র্যাঙ্কো বিমানবন্দরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়।বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ১২ জন নিহত হয়েছেন।
সোমবার (৩০ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গণমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অ্যাক্রে প্রদেশে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১২ জন মারা গেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
অ্যাক্রের প্রাদেশিক সরকার এক বিবৃতিতে রোববার (২৯ অক্টোবর) জানিয়েছে, সিঙ্গেল ইঞ্জিনের সেসনা ক্যারাভান এই বিমানটি রিও ব্র্যাঙ্কো বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়।
বিবৃতিতে জানায়, বিমান দুর্ঘটনায় ১০ জন যাত্রী এবং পাইলট ও কো-পাইলট সবাই দুর্ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত ১০ যাত্রীর মধ্যে একজন শিশু রয়েছে। তবে নিহতরা কোন দেশের নাগরিক ছিলেন এ বিষয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি।
কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে বিষয়টি তদন্ত করা হবে বলেও জানানো হয়েছে প্রাদেশিক সরকারের বিবৃতিতে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: