
বিনোদন ডেস্ক : জয়া আহসান দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী। তার অভিনীত সিনেমা ‘দশম অবতার’ এবার বক্স অফিসে। মুক্তির ৭ দিনেই সিনেমাটি আয় করে নিয়েছে প্রায় ৬ কোটি টাকা।
ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ এ তথ্য নিশ্চিত করেছে।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া অভিনীত ‘দশম অবতার’। সিনেমাটি মুক্তি পায় গত ১৯ অক্টোবর। প্রেক্ষাগৃহে মুক্তির পরপরই নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয় সিনেমাটি ঘিরে।
‘দশম অবতার’ সিনেমাটি অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে জানিয়েছে, সব রেকর্ড ভেঙে সিনেমাটি ৭ দিনে আয় করেছে ৪.৫ কোটি রুপি। বাংলাদেশি টাকায় যা দাঁড়ায় ৫ কোটি ৯৬ লাখ টাকারও বেশি।
কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি পরিচালিত এ সিনেমাটিতে দর্শকদের বিশেষ নজরে পড়েছেন জয়া। অভিনয়ের দক্ষতা দিয়ে ভক্তদের মেনে পাকাপোক্তভাবেই জায়গা করে নিয়েছেন বাংলার এ অভিনেত্রী।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: