• ঢাকা
  • শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

লক্ষ্মীপুরে কোস্ট গার্ডের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৯:০২ পিএম
লক্ষ্মীপুরে কোস্ট গার্ডের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
কারেন্ট জাল।

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে মেঘনা নদী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৫ লাখ ১৪ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড। 

মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৯টা বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিসিজি স্টেশন রামগতি কর্তৃক কন্টিনজেন্ট কমান্ডার এম এ মুজতবা এর নের্তৃত্বে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলাধীন মেঘনা নদীর জারিরদন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

উক্ত অভিযানে এলাকা হতে ১৫ টি কাঠের নৌকা তল্লাশী করতঃ ১৫ লাখ ১৪ হাজার মিটার ব্যবহার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য টাকা ৫ কোটি ২৯ লাখ ৯০ হাজার। তবে এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে নিষিদ্ধ জাল ব্যবহারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয় নাই। 

পরবর্তীতে রামগতি উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নিজাম উদ্দিন এর উপস্থিতিতে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

ঢাকানিউজ২৪.কম / জেডএস

আরো পড়ুন

banner image
banner image