• ঢাকা
  • শুক্রবার, ১৪ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ঝিনাইগাতীর নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ ফেরুয়ারী, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:৪৬ এএম
নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ
শপথ গ্রহণ

শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সাত ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুরের স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক তোফায়েল আহমেদ, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা পারভীন প্রমুখ।
শপথ বাক্য শেষে জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

অপরদিকে বিকাল পাঁচটার দিকে ঝিনাইগাতী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সাত ইউনিয়নের নবনির্বাচিত সংরক্ষিত ও সাধারণ সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ।

এসময় উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকানিউজ২৪.কম / জাহিদুল হক মনির/কেএন

আরো পড়ুন

banner image
banner image