• ঢাকা
  • শনিবার, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৪ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

মুমিনুন্নিসা মহিলা কলেজে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব পালন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ০৩ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ০৬:৪৪ পিএম
অভ্যর্থনা, গিফট ব্যাগ ও খাবার কুপন বিতরণ
মুমিনুন্নিসা মহিলা কলেজে শিক্ষার্থীদের পুনর্মিলনী

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:  বৃহত্তর ময়মনসিংহের ঐতিহ্যবাহী নারী শিক্ষার অন্যতম সেরা প্রতিষ্ঠান মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজে ৬৩ বছর পর দিনব্যাপী ১ম পুনমিলনী উৎসব ৩ জুন কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। প্রাণের মিলন মেলায় মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের তৎকালীন ছাত্রলীগের সভাপতি, প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী উদযাপন কমিটির আহবায়ক ও কলেজের সাবেক ভিপি মনিরা সুলতানা মনি এমপি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।

উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাহমী গোলন্দাজ বাবেল এমপি, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু ।

অনুষ্ঠানে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো আবু তাহের। সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন  উপাধ্যক্ষ অধ্যাপক তাহমিনা পারভীন। দিনব্যাপী অনুষ্ঠানমালার রয়েছে প্রাক্তন শিক্ষার্থীদের রিপোর্টিং, অভ্যর্থনা, গিফট ব্যাগ ও খাবার কুপন বিতরণ, আনন্দ শোভাযাত্রা, বেলুন ও পায়রা উড়িয়ে পুনমিলনী অনুষ্ঠানের উদ্ভোধন, বক্তৃতা, ফটোসেশান, কলেজের বিভিন্ন বিভাগ ও ভবন পরিদর্শন, ব্যাচ ভিত্তিক স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান রেফেল ড্র ও পুরস্কার বিতরণী।

প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব আয়োজন করায় কলেজ শাখা ছাত্রলীগের তৎকালীন  সাধারণ সম্পাদক ও বর্তমান ময়মনসিংহ মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশেদা তাহমিনা প্রীতি সহ প্রাক্তন ছাত্রী বৃন্দ আয়োজক কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image