• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৭ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

গৌরীপুরে গৃহবধূকে অপহরণ চেষ্টা, প্রতিবাদে বিক্ষোভ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ০৯ এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:৩১ পিএম
বাড়িতে হামলা করে গৃহবধূর মুখ, হাত-পা বে
গৃহবধূকে অপহরণ চেষ্টা, প্রতিবাদে বিক্ষোভ

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের গৌরীপুরে এক গৃহবধূকে (২৫) অপহরণ চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। শুক্রবার (৮এপ্রিল) পৌর শহরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ ঘটনায় গৃহবধূর স্বামী গৌরীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের পালান্দর গ্রামে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে  উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের পালান্দর গ্রামে ওই গৃহবধূ বাড়িতে অবস্থান করছিলেন। ওইদিন রাত আনুমানিক সাড়ে ৯টায় একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে হামলা করে গৃহবধূর মুখ, হাত-পা বেঁধে অপহরণের চেষ্টা চালায়। এসময় গৃহবধূর শ্বাশুড়ি চিতকার শুরু করলে পরিবারের লোকজন ছুটে আসে।

পরে দুবৃর্ত্তরা গৃহবধূর এক দেবর ও ভাতিজাকে মারধর করে গৃহবধূকে ফেলে রেখে চলে যায়। এদিকে ঘটনার প্রতিবাদ জানিয়ে শুক্রবার সকালে এলাকাবাসী পালান্দর গ্রাম থেকে মিছিল নিয়ে পৌর শহরে বিক্ষোভ মিছিল করে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো. আব্দুল হালিম সিদ্দিকী বলেন অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনা তদন্ত করছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image