
মমিনুল হক রুবেল, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পৌর এলাকার ভোলাচং ঋষিপাড়া সংলগ্ন বুড়ি নদী থেকে আনুমানিক ৮০ বছরের এক বৃদ্ধা নারীর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নবীনগর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ওই মহিলার লাশ উদ্ধার করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকার সহ ঋষির স্ত্রী আজ সকালে স্নান করতে গিয়ে পানিতে তলিয়ে গেলে ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু হয়।
নবীনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন ছিলনা। ধারনা করা হচ্ছে, ওই মহিলা গোসল করতে গিয়ে পা পিছলে পানিতে তলিয়ে গেলে সেখানেই তার মৃত্যু ঘটে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: