
নিউজ ডেস্ক : ডিএনসিসির মশক নিধন অভিযানে আমি কোথায় যাব কেউ কিছুই জানেন না বলেছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। আমি কাউকে বিশ্বাস করি না। যেখানে ইচ্ছা সেখানে যাব। আপনারা (সাংবাদিকরা) আমার সঙ্গে আসেন।
শনিবার (৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশান-২ নগর ভবন থেকে মোহাম্মদপুর ৩০ নম্বর ওয়ার্ডের জাপান গার্ডেন সিটিতে আসেন তিনি। সেখানে মশক নিধন অভিযান শুরুর আগে এসব কথা বলেন মেয়র আতিকুল।
ডিএনসিসির শুরু হওয়া মাসব্যাপী ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন অভিযান চলছে। প্রতিটি ওয়ার্ডে একযোগে শুরু হওয়া অভিযান পরিদর্শন করছেন মেয়র মো. আতিকুল ইসলাম।
তিনি (মেয়র) বেশ কয়েকটি ওয়ার্ড পরিদর্শন করবেন। অভিযান শুরু হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মোহাম্মদপুর ৩০ নম্বর ওয়ার্ড থেকে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: