• ঢাকা
  • শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

টেকনাফে তিনটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:৪৯ পিএম
টেকনাফে তিনটি প্রতিষ্ঠানকে
ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের হ্নীলা বাজারে অভিযান চালিয়ে ৩টি সারের দোকানদারকে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত র‌্যাব-১৫ ও গ্রাম পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরফানুল হক চৌধুরী।

জানা যায়,অভিযানে সরকারী নির্ধারিত দামের চেয়ে থেকে অতিরিক্ত দামে সার বিক্রি করা ও মেয়াদোত্তীর্ণ বিষের বোতল বিক্রির অভিযোগে তিনটি দোকানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম ও হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী  এ সময় উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফানুল হক চৌধুরী বলেন, নির্ধারিত দামের থেকে বেশি দামে সার বিক্রয় করা ও মেয়াদোত্তীর্ণ বিষের বোতল বিক্রির অপরাধে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। পাশাপাশি সতর্কও করা হয়। এ অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image