
নিউজ ডেস্ক : দেশের কারাগারগুলোতে চিকিৎসক নিয়োগের নির্দেশনা বাস্তবায়ন না হওয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে তাদের তলব করে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) তলব করেছে হাইকোর্ট।
দেশের কারাগারগুলোতে চিকিৎসক নিয়োগের নির্দেশনা বাস্তবায়ন না হওয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে মঙ্গলবার তাদের তলব করে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ।
আগামী ২৪ জানুয়ারি হাইকোর্টে হাজির হয়ে আদালত তাকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছে। আদালতে কারা অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী মো. শফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।
এ সংক্রান্ত রিটের পক্ষে ছিলেন আইনজীবী জে আর খান রবিন।
জে আর খান রবিন জানান, গত ১৩ ডিসেম্বর হাইকোর্ট কারাগারগুলোতে শূন্যপদে ৪৮ জন চিকিৎসক নিয়োগ দেয়ার নির্দেশ দিয়েছিল। ৭ জানুয়ারির মধ্যে নিয়োগ দিতে বলেছিল। কিন্তু এখনও শূন্যপদে নিয়োগ দেয়া হয়নি। এ কারণে তলব করে আদেশ দিয়েছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: