• ঢাকা
  • শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ১ লাখ ১২ হাজার টাকা জরিমানা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:৩৭ পিএম
লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ১ লাখ ১২ হাজার টাকা
জরিমানা

নাজমুল হোসেন, লক্ষ্মীপুর প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলায় পৃথক অভিযান চালিয়ে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে অস্বাস্থ্য পরিবেশে খাবার তৈরি করায় ২টি বেকারিকে ১ লাখ ৫ হাজার টাকা ও পেঁয়াজের দাম বেশি রাখায় ১ মুদি দোকানদার কে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

গতকাল মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা শহরের বিসিক ও রায়পুর উপজেলা শহরে পৃথক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে বলে জানিয়েছে ভ্রাম্যমাণ আদাল।

দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হল লক্ষ্মীপুর বিসিক নগরীতে থাকা মধুবন বেকারি, মিতালী বেকারি ও রায়পুরের একটি মুদি দোকান।

লক্ষ্মীপুর জেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রেভিনিউ ডেপুটি কালেক্টরেট ক্যাথোয়াইপ্রূ মারমা।

এ সময় র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের স্কোয়াড কমান্ডার গোলাম মোর্শেদ ও লক্ষ্মীপুর জেলা কৃষি বিপণন কর্মকর্তা মনির হোসেন উপস্থিত ছিলেন।

অন্য দিকে লক্ষ্মীপুরের রায়পুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন।

এসময় লক্ষ্মীপুর জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক (অতি.দা.) নুর হোসেন উপস্থিত ছিলেন। 

লক্ষ্মীপুর জেলা কৃষি বিপণন কর্মকর্তা মনির হোসেন বলেন, মধুবন ও মিতালী বেকারি অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করে আসছে। এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। পরে সত্যতা পাওয়ায় মধুবন বেকারিকে ১ লাখ ও মিতালী বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

লক্ষ্মীপুর জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক (অতি.দা.) নুর হোসেন বলেন, পেঁয়াজের দাম বাড়তি রাখা ও মূল্য তালিকা প্রদর্শন করতে না পারায় রায়পুর উপজেলা ১টি মুদি দোকানিকে জরিমানা করা হয়েছে। অভিযান দেখে দোকানিদের ১শত ২০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করতে দেখা যায়। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image