• ঢাকা
  • শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

লক্ষ্মীপুর জেলায় শীতের তীব্রতা কমেছে, সূর্যের দেখা মিলেছে


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৮:৫৬ পিএম
লক্ষ্মীপুর জেলায় শীতের তীব্রতা কমেছে
সূর্যের দেখা মিলেছে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলায় আকাশ থেকে কুশায়ার চাদর সরে গিয়ে সূর্য উঁকি মেরেছে। মনে হচ্ছে এই যেনো রোদের শুরু। টানা কয়েকদিনের তীব্র শীত, ঘন কুয়াশায় জনজীবন একেবারে বিপর্যস্ত ছিল। সর্বশেষ বৃহস্পতিবার দিনে ও রাতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হওয়াতে সাধারণ মানুষের মাঝে অস্থিরতা বিরাজ করছে। সকাল থেকে ঝলমলে রোদের দেখা পেয়ে স্বস্তির নিশ্বাস পেলছে সাধারণ মানুষ।

শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল থেকে আস্তে-আস্তে সূর্যের উপস্থিতি ক্রমান্বয়ে বাড়তে দেখা যায়।

গত কয়েকদিন থেকে সূর্যের আলোর দেখা না মেলায় আজকে সূর্যের আলো পেয়ে ছোট ছোট শিশুরা ঘরের বাহিরে বের হচ্ছে স্বাচ্ছন্দ্যে মেতে ওঠে খেলাধুলায়।

মানুষ তাদের প্রয়োজনীয় কাজকর্ম করতে শুরু করেছে। গত কয়েকদিনের জমানো ভেজা কাপড়চোপড় রোদে শুকাতে ব্যস্ত হয়ে পড়েন।

লক্ষ্মীপুর জেলা পৌর শহরেরবাসিন্দা খালেদ মোহাম্মদ আলী বলেন, দীর্ঘদিন সূর্যের দেখা মিলেনি। ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা ছিল অনেক বেশি। একাধিক জামা পরতে হয়েছে শীত নিবারণের জন্য। আজ সকাল থেকে মাত্র একটি পাঞ্জাবি পড়ে আছি। সৃষ্টিকর্তা চাইলে সবকিছুই সম্ভব।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image