নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলা সদরের কুশাখালী ইউনিয়নের নলডগী গ্রামে বজ্রপাতে মো. মোস্তফা মিয়া (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার (১২ মে) দুপুরের দিকে নলডগী গ্রামে এমন দুর্ঘটনা শিকার হোন মো. মোস্তফা মিয়া।
নিহত মো. মোস্তফা মিয়া ওই গ্রামের মৃত সুজা মিয়ার পুত্র। তিনি পেশায় একজন কৃষক।
স্থানীয়রা জানান, দুপুরের দিগে বাড়ির পাশের সয়াবিন ক্ষেতে কাজ করছিলেন মো. মোস্তফা মিয়া। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লক্ষ্মীপুর জেলা সদরের কুশাখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চৌকিদার মো. শাহাবুদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, থানার অনুমতি সাপেক্ষে পরিবারের লোকজন মরদেহ দাফনের প্রস্তুতি নিচ্ছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: