• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ৩০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

আদালত অবমাননায় বিচারকের এক মাসের কারাদণ্ড


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:১৫ পিএম
হাইকোর্ট
হাইকোর্ট ভবন, ফাইল ছবি

নিউজ ডেস্ক:  আদালত অবমাননার অভিযোগে সোহেল রানা নামে এক জেলা জজের ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে হাইকোর্টের দুই বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ। পাশাপাশি তাকে সাত দিনের মধ্যে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন এই রায় ঘোষণা করেন। অভিযুক্ত বিচারক সোহেল রানা কুমিল্লার সাবেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেছিলেন। 

সেই সময় দায়িত্ব পালন কালে এক মামলায় উচ্চ আদালতের আদেশ উপেক্ষা করেছিলেন তিনি। তার জবাব দাখিলের দিন ছিল আজ। বিচারকের বিপক্ষে শুনানী করেন আইনজীবী প্রণয় কান্তি রায়। অন্যদিকে সোহেল রানার পক্ষে শুনানি করেন বিশিষ্ট আইনজীবী শাহ মঞ্জুরল হক। 

সোহেল রানা নি:শর্ত ক্ষমা প্রার্থনা করেন। আদালত তাতে সন্তুষ্ট না হলে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। 

সোহেল রানা বর্তমানে আইন মন্ত্রণালয়ে অতিরিক্ত জেলা জজ হিসেবে সংযুক্ত আছে। আইনজীবী প্রনয় কান্তি রায় এই কথা গণমাধ্যমকে জানান। 

ঢাকানিউজ২৪.কম / এসডি

আরো পড়ুন

banner image
banner image