• ঢাকা
  • শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

দুইদিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি অপহৃতরা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:১৪ পিএম
দুইদিন পেরিয়ে গেলেও
উদ্ধার হয়নি অপহৃতরা

জাফর আলম, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পাহাড়ে অভিযানে নেমেছে পুলিশ। অস্ত্রশস্ত্র নিয়ে পাহাড় চষে বেড়ালেও সফলতা এখনও ধরা দেয়নি তাদের হাতে। 

রবিবার বিকেলে টেকনাফের জাহাজপুরা পাহাড়ের একটি ছরায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ আট ব্যক্তির সন্ধানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশ এবং স্থানীয় লোকজনও উদ্ধার অভিযানে যায়। অপহরনে দুইদিন পার হলেও খোঁজ মেলেনি আট জনের।বাহার ছড়া ইউনিয়ন পরিষদের সদস্য রফিক জানান, রোহিঙ্গা সন্ত্রাসীরাই অপহরনের সাথে জড়িত। অপহৃতদের উদ্ধারের পাশাপাশি অপহরণকারীদের ধরতে উদ্ধার অভিযান অব্যহত রাখার পরামর্শ তার।অপহৃত আট জনের পরিবারের লোকজন রয়েছে আতংকে। 

এদিকে স্বজনের খোঁজ পেতে মরিয়া তারা। মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া পরিবারের সদস্যদের অক্ষত অবস্থায় ফিরে পেতে চান তারা। অপহরণকারীরা তিন লক্ষা টাকা মুক্তিপণও দাবি করেছে বলে জানান অপহৃতের স্বজনেরা।এদিকে অপহরণকারীদের ভয়ে নিরাপদে বসবাস করতে পারছেন না বলে অভিযোগ স্থানীদের। 

এর আগেও বেশ কয়েকবার অপহরনকারীরা স্থানীয়দের অপহরন করেছিল বলে দাবি স্থানীয় বাসিন্দারদের।সন্ত্রাসীদের হাতে অপহৃতরা হলো, ছৈয়দ আমীরের ছেলে নুরুল মোস্তফা, করিম উল্লাহ, রশিদ আহমেদের ছেলে মোহাম্মদ উল্লাহ, রুস্তম আলীর ছেলে সেলিম উল্লাহ, নুরুল হকের ছেলে নুর মোহাম্মদ, কাদের হোসেনের ছেলে নুরুল হক, রশিদ আহমেদের ছেলে নুরুল আবছার,মমতাজের ছেলে রিদুয়াদ।অপহৃত মোস্তফা ও করিমের বড় ভাই হাবিব উল্লাহ বলেন, পাহাড়ের ছড়ার খালে মাছ ধরার সময় হঠাৎ অস্ত্রধারী সন্ত্রাসীরা এসে তাদের সবাইকে জিম্মি করে। 

পরে তাদের অপহরণ করে পাহাড়ের ভেতরের দিকে নিয়ে যাচ্ছে বলে মুঠোফোনে মোস্তফা জানায়। এরপর থেকে তার ফোন বন্ধ রয়েছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম জানিয়েছেন, অপহরণকারীরা ফোন করে জনপ্রতি ৩ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image