• ঢাকা
  • শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ইরাকে তুরস্কের ড্রোন হামলা: নিহত ৪


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ২৯ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ০২:৪৮ পিএম
ইরাকে তুরস্কের ড্রোন হামলা
ড্রোন বিমান

নিউজ ডেস্ক : ইরাকের উত্তরাঞ্চলীয় সুলাইমানিয়া প্রদেশে তুরস্কের ড্রোন হমালায় সন্দেহভাজন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) চার সদস্য নিহত হয়েছেন। 

শনিবার (২৯ জুলাই) স্থানীয় প্রশাসনের বরাতে বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শারবাজ জেলার মেয়র শাহো ওথমান বলেন, ড্রোন হামলার সময় একটি গাড়িতে পাঁচ জন ছিলেন। ১০ মিনিটের ব্যবধানে দুইবার ড্রোন হামলা হয়।

পিকেকে এবং সিরিয়ার কুর্দি ইয়াজিদি সশস্ত্র গোষ্ঠীদের বিরুদ্ধে ইরাক এবং সিরিয়ায় দীর্ঘদিন ধরে তুরস্ক অভিযান চালিয়ে আসছে। উভয় সংগঠনকে আঙ্কারা এবং পশ্চিমা মিত্ররা সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২৯ জুলাই) রাত ৮টার দিকে ইরাকের উত্তরাঞ্চলীয় সুলাইমানিয়ার রঙ্গিনা গ্রামে তুর্কি সেনাবাহিনীর ড্রোন হামলায় চার জন নিহত ও একজন আহত হয়েছে।

সিরিয়া ও ইরাকের কুর্দিদের নিয়ন্ত্রিত এলাকায় প্রায় নিয়মিত ড্রোন হামলা চালায় তুরস্ক, সাম্প্রতিক সময়ে যার মাত্রা বেড়েছে।

গত মে মাসে ইরাকের কুর্দিস্তানের সিনজার জেলায় দুটি অভিযানে পিকেকের ছয় সদস্য নিহত হয়। স্থানীয় নিরাপত্তা বাহিনী ওই হামলার জন্য আঙ্কারাকে দায়ী করে।

 

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image