
নিউজ ডেস্ক: ইরাকের নিনেভ প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১১৩ লোক নিহত ও ১৫০ জন আহত হয়েছে। ওই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে কয়েক শ লোক উপস্থিত ছিল। খবর আরব নিউজের। স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০ টা ৪৫ মিনিটে এই আগুন লাগে।
প্রত্যক্ষদর্শী ও দমকলের সূত্র মতে বিয়ের অনুষ্ঠানে একটি হলে আতশ বাজি পোড়ানো হচ্ছিল। এ সময় সেখানের আগুনের সূত্রপাত ঘটে। নিনেভ প্রদেশের গভর্নর হাসান আল আলাক বলেন ১১৩ জনের মৃত্যু সম্পর্কে তিনি নিশ্চিত হয়েছেন। এ ঘটনায় আহত সংখ্যা ১৫০ জন।
ইয়োহানা নামের এক ব্যক্তি যিনি ঘটনাস্থলে ছিলেন, তিনি বলেন আগুন বিয়ের হল থেকে বের হচ্ছিল। তিনিসহ অনেকে আশপাশে দরজা জানালা ভেঙ্গে বাইরে বেরিয়ে আসেন।
দমকল সূত্র থেকে বলা হয়, ভবনটি তৈরি করা হয়েছিল দাহ্য বস্তু দিয়ে। যে কারণে দ্রুত আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়ে।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: