• ঢাকা
  • বুধবার, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০১ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বাণিজ্য মন্ত্রীর পদত্যাগ চাইলো তরিকত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:০১ পিএম
তরিকত
তরিকত নেতা নজিবুল বশর মাইজভাণ্ডারি

নিউজ ডেস্ক: নিত্য পণ্যের মূল্যবৃদ্ধিতে লাগাম টানতে না পারায় বাণিজ্য মন্ত্রী টিপু মুনশির পদত্যাগ দাবি করেছেন ১৪ দলের শরিক তরিকত ফেডারেশন।  সংগঠনের সভাপতি নজিবুল বশর মাইজভাণ্ডারী মঙ্গলবার চট্টগ্রামের ফটকিছড়িতে এক সভায় এ দাবি করেন। 

নজিবুল বশর বলেন, আজ একটি ডিম কিনে খাওয়ার উপায় নেই। বাণিজ্য মন্ত্রীর বেঁধে দেওয়া দাম কেউ মানছেন না। তিনি যতবার নিত্য পণ্যের মূল্য নিয়ে কথা বলেন ততবার দাম বাড়ে।

 দেশে ১৪ থেকে ১৫ জন ব্যবসায়ীর একটি সিন্ডিকেট আছে। এরা বিএনপিকে মাসে চাঁদা দেয়। যার কারণে বিএনপি তাদের নাম মুখে বলে না। আওয়ামী লীগে যদি এদের কোনো লোক থাকে, সরকারকে বলব তাদের বের করে দেন। গোটা দেশ আজ এই সিন্ডিকেটের জালে বন্দি। 

প্রধানমন্ত্রীর উদ্দেশে নজিবুল বশর মাইজভাণ্ডারী বলেন, প্রধানমন্ত্রী আপনি বঙ্গবন্ধু কন্যা। আপনি অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করে যাচ্ছেন। সে জায়গায় সিন্ডিকেটের কয়েকজনকে ভয় পাওয়ার কারণটা কি? 

ঢাকানিউজ২৪.কম / এসডি

আরো পড়ুন

banner image
banner image