
নিউজ ডেস্ক : ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চেম্বার অব কমার্সের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয়রা জানায়, রোববার রাত সাড়ে ১২টার দিকে আল্লাহ ভরসা পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়।
ফতুল্লা মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) মাসুদ রানা জানান, লিংক রোডের চাঁদমারী এলাকা সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আল্লাহ ভরসা পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো ল ১৪-১৬৮৬) দুর্বৃত্তরা আগুন দেয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। জড়িতদের বের করতে কাজ করা হচ্ছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: