• ঢাকা
  • শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

দূর্গা মায়ের আগমনী গান নিয়ে আসছেন শিল্পী বিশ্বাস


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০২:৪৪ পিএম
দূর্গা মায়ের
আগমনী গান নিয়ে আসছেন শিল্পী বিশ্বাস

জাকির হোসেন আজাদী: শুরু হয়ে গেছে উৎসবের মৌসুম । দোরগোড়ায় সনাতন ধর্মের সবচেয়ে বড় পার্বণ দুর্গা পুজা। আর পুজো মানেইতো খাওয়া- দাওয়া, আড্ডা, ঠাকুর দেখা এবং সেই সঙ্গে গান। পুজোর গানের দিকে সারা বছর ধরে মুখিয়ে থাকে বহু বাঙালি। সেই সমস্ত শ্রোতাদের জন্য দারুণ উপহার দিলেন গুরুদাস ভট্টাচার্য্য ও কণ্ঠশিল্পী  শিল্পী বিশ্বাস। গুরুদাস ভট্টাচার্য্যের
কথা ও সুরে কণ্ঠশিল্পী শিল্পী বিশ্বাসের কণ্ঠে মুক্তি পেল মায়ের আগমনী গান।

"আনন্দে আজ মন মেতেছে / মায়ের আগমনী সুরে/ মনের মতো সাজাবো মাকে/প্রাণের আবিরে" এমন সব অসাধারণ কথা সমৃদ্ধ গানটির কথা ও সুর করেছেন গুরুদাস ভট্টাচার্য্য। যিনি গীতিকার, সুরকার  বাংলাদেশ বেতার। গানে কণ্ঠ  দিয়েছেন শিল্পী বিশ্বাস। যিনি তালিকাভুক্ত  বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন।  মিউজিক  করেছেন রোজেন রহমান। ভিডিও : বাসেত বাবুল,  তবলায় রতন ঘোষ। এস্রাজ অশিত বিশ্বাস। লেবেল : শিল্পী বিশ্বাস মিউজিক।


গানটির বিষয়ে গুরুদাস ভট্টাচার্য্য বলেন, "অনেক ভালোবাসা দিয়ে আগমনী গানটা তৈরি করেছি। আমি চেয়েছিলাম গানটা শ্রুতিমধুর হোক। যাকে গানের প্রাণ বলি, সেই মেলোডির সঙ্গে গানের অন্তর্বর্তী যন্ত্রসঙ্গীতের জায়গাগুলোতে কিছু উদ্দীপক যন্ত্রের ব্যবহার রয়েছে। যা, ছন্দের দিক থেকেও আকর্ষণীয়।

শিল্পী বিশ্বাস বলেন,  " মায়ের আগমনী গানের কথা ও সুরের সংমিশ্রণে একটি অসাধারণ সৃষ্টি হয়েছে। আমি আশা করি শ্রোতারা গানটা ততটা উপভোগ করবেন, যতটা আমরা এটা আনন্দের সঙ্গে সৃষ্টি করেছি। সবাইকে পুজোর শুভেচ্ছা।

গানটি লিরিক্স :

মায়ের আগমনী গান
রাগঃভৈরবী
তালঃদাদরা

আনন্দে আজ মন মেতেছে
মায়ের আগমনী সুরে।
মনের মতো সাজাবো মাকে
প্রাণের আবিরে।।

সহস্র দল পদ্মে মায়ের পূজিব চরণ
পঞ্চ প্রদীপ জ্বেলে মাকে
করবো বরণ
পূজার বেদী পাতবো মোরা
হৃদয় মন্দিরে।।

দশভুজার আশীষ নিয়ে
চলবো জীবন পথে
মাতৃ নামে সুখের কুসুম
ফোটবে ধরণীতে
বিশ্ব হবে শান্তির আধার  
জননীর পদভারে।।

কথা ও সুরঃ গুরুদাস ভট্টাচার্য্য।
গীতিকার, সুরকার  বাংলাদেশ বেতার।
কণ্ঠ শিল্পী শিল্পী বিশ্বাস।  বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image