• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

অনলাইনে জন্ম ও মৃত্যু নিবন্ধন সাময়িক বন্ধ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ০২ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:৪৫ এএম
সাময়িক বন্ধ
অনলাইনে জন্ম ও মৃত্যু নিবন্ধন

নিউজ ডেস্ক : অনলাইনে জন্ম ও মৃত্যু নিবন্ধনের জন্য আবেদন সাময়িক বন্ধ রাখা হয়েছে। এ প্রসঙ্গে রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের ওয়েবসাইটে একটি নোটিশ জারি করা হয়েছে।

এতে জানা যায়, নিবন্ধনের সার্ভার মেরামত ও রক্ষণাবেক্ষণের কারণে সর্বসাধারণের প্রবেশ বন্ধ রয়েছে। সার্ভার সুরক্ষিত না হওয়া পর্যন্ত অনলাইনে ব্যক্তির নিজে আবেদন করা সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে কেবল অথরাইজড ইউজার প্রবেশ করতে পারবে।

সেবার ক্ষেত্রে জন্ম ও মৃত্যু নিবন্ধনের সব সেবাপ্রার্থীকে ও আবেদনকারীকে তার নিকটস্থ নিবন্ধক কার্যালয়ে যোগাযোগের মাধ্যমে নিবন্ধনের আবেদন দাখিলের জন্য অনুরোধ করা হয়েছে। সাময়িক এ অসুবিধার আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেল মো. রাশেদুল হাসান গণমাধ্যমকে বলেন, সার্ভার সুরক্ষিত করার কাজ চলছে। সার্ভার সুরক্ষিত না হওয়া পর্যন্ত অনলাইনে ব্যক্তির নিজে আবেদন করা সাময়িকভাবে বন্ধ থাকবে। আসলে এ সমস্যাটা সাময়িক।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image