• ঢাকা
  • শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

নজরুল বিশ্ববিদ্যালয়ে চারদিনব্যাপী বার্ষিক চারুকলা প্রদর্শনী শুরু


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:৪২ পিএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে চারদিনব্যাপী
বার্ষিক চারুকলা প্রদর্শনী শুরু

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা প্রকাশের প্ল্যাটফরম হিসেবে পরিচিত বার্ষিক চারুকলা প্রদর্শনী-২০২৩ শুরু হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর ২০২৩) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের নিচ তলায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। 

চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. তপন কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান। স্বাগত বক্তব্য দেন বিভাগীয় প্রধান নগরবাসী বর্মণ। শুভেচ্ছা বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের সহযোগী অধ্যাপক মাসুম হাওলাদার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, নজরুল বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ প্রতি বছরের মতো এবারও সকল শিক্ষার্থীর অংশগ্রহণে বার্ষিক চারুকলা প্রদর্শনীর আয়োজন করেছে।  বার্ষিক এই প্রদর্শনীর মধ্যদিয়ে নবীন শিল্পীদের দৃষ্টিভঙ্গি আরও প্রসারিত হবে, বিভাগের সুনাম অক্ষুন্ন রাখবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে পুরস্কারপ্রাপ্ত শিল্পকর্মের জন্য বিজয়ীদের পুরস্কৃত করেন। এরপর উপাচার্য ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন। তিনি প্রদর্শনীর বিভিন্ন চিত্রকলা ঘুরে দেখেন।

প্রসঙ্গত, বার্ষিক প্রদর্শনী ১৮-২১ সেপ্টেম্বর পর্যন্ত চারদিনব্যাপী চলবে। সকাল ১০ টায় শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image