
জাফর আলম, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ার ইউনিয়নে বজ্রপাতের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ মে) দুপুরে ইউনিয়নের কাদেরপাড়া ও হাজমপাড়ায় বজ্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন সিকদার।
বজ্রপাতে নিহত ব্যক্তিরা হলেন, টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের হাজমপাড়া গ্রামের সোনা আলীর ছেলে রহমত উল্লাহ (৩৫) ও কাদের পাড়ার নুরুল ইসলামের ছেলে হেলাল উদ্দিন ধলু (৩০)।
বজ্রপাতের ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শীরা বলেন, প্রতিদিনের মতো পানের বরষে কাজ করে রহমত উল্লাহ। হঠাৎ বৃষ্টি ও প্রচণ্ড শব্দে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাত হলে তিনি মারা যান।
অন্যদিকে সাগর পাড়ে ঘুরতে যায় নুরুল ইসলামের ছেলে হেলাল উদ্দিন। এ সময় বজ্রপাতে দগ্ধ হলে স্থানীয়রা উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: