গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে ২৫ মার্চ, গণহত্যা দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৫ টায় গফরগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় লঞ্চঘাটা বধ্যভূমিতে এসব কর্মসূচি পালন করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে ৭১ এর ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর অতর্কিত হামলায় নিহত শহীদদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিকুল ইসলাম, গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনূজ্জামান খান, পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল বাশার, বীর মুক্তিযোদ্ধা মো. মফিজ আহমেদ, সলিম উল্লাহ মোস্তফা, নাসির উদ্দিন মনির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ভূঁইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক বিপ্লব প্রমুখ।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: