• ঢাকা
  • শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

টেকনাফ নাফ নদী থেকে ২ লাখ পিস ইয়াবা জব্দ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ১৮ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:২০ পিএম
টেকনাফ নাফ নদী থেকে
২ লাখ পিস ইয়াবা জব্দ

জাফর আলম, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফের নাফ নদে মাদক কারবারিদের সঙ্গে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) গোলাগুলি ঘটেছে। ঘটনার পর মাদক কারবারিদের ফেলে যাওয়া ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করার কথা জানিয়েছেন বিজিবি। তবে কাউকে আটক করা যায়নি।

শুক্রবার (১৭ মার্চ) রাতে শ্মশানঘাটস্থ নাফ নদীর কিনারায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।তিনি বলেন, ‘হ্নীলা বিওপির একটি সীমান্ত সুরক্ষা টহলদল দায়িত্বপূর্ণ বিআরএম-১৩ থেকে আনুমানিক ১০ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে শ্মশানঘাট এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল। রাত ১০টার দিকে বিজিবি টহলদল মিয়ানমার থেকে একটি কাঠের নৌকায় করে তিন-চার ব্যক্তিকে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের আনুমানিক ২০০ গজ অভ্যন্তরে নাফ নদের কিনারায় কিছু বস্তা নামাতে দেখে।

এ সময় টহলদল নৌকাটিকে চ্যালেঞ্জ করলে নৌকায় থাকা চোরাকারবারিরা নৌকা নিয়ে মিয়ানমার সীমান্তের দিকে চলে যেতে থাকে। তখন টহলদলের একজন বিজিবি সদস্য ফায়ার করে তাদের থামানোর চেষ্টা করেন। সশস্ত্র চোরাকারবারিরাও টহলদল লক্ষ করে ৪-৫ রাউন্ড গুলি করে মিয়ানমারের অভ্যন্তরে নাফফোড়াদ্বীপের দিকে পালিয়ে যায়।’পরে টহলদল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে চোরাকারবারিদের ফেলে যাওয়া দুটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে। ওই বস্তার ভেতর থেকে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image