নিউজ ডেস্ক: ভারতের সংবিধান থেকে উঠে গেল ধর্ম নিরপেক্ষতা ও সমাজতন্ত্র। এই দুটি শব্দ ভারতের নতুন সংবিধানের মুখবন্ধে নেই। ভারতের লোকসভার সদস্য অধীর রঞ্জন চৌধুরী দেশটির মিডিয়াতে এ কথা বলেন। তার এই কথায় রীতিমত শোরগোল পড়ে গেছে।
মঙ্গলবারই ভারতের নতুন পার্লামেন্ট ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকল সংসদ সদস্যকে একটি নতুন সংবিধান উপহার হিসেবে দেন তিনি। সেই নতুন সংবিধানের ইংরেজি ভার্সনে অধীর বাবু দেখেন, সেখান থেকে গায়েব হয়ে গেছে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র শব্দ দুটি।
সংবিধানের মুখবন্ধে এই দুটি শব্দ আগে লেখা ছিল। এখন আর নেই। বিরোধীরা মনে করছেন, এভাবে সবার অল্যেক্ষে মোদি সরকার সংবিধান কাটছাঁট করে দেবে। সংসদে বিষয়টি তোলার সুযোগ তিনি পাননি বলে জানান।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: