• ঢাকা
  • সোমবার, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক জোরদার হচ্ছে


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ২৩ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৫:৩০ পিএম
ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক জোরদার হচ্ছে।
জো বাইডেন, জিল বাইডেন ও নরেন্দ্র মোদি

নিউজ ডেস্ক:  ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক জোরদার হবে বলে জানিয়েছেন আমেরিকা সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  এক ইনস্টাগ্রাম পোস্টে এ কথা জানান তিনি।

তিনি ইনস্টা পোস্টে তিনি বলেন, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক জোরদার হচ্ছে।

এছাড়াও হোয়াইট হাউজের বেলকনিতে দাঁড়ানো একটি ছবি পোস্ট করেন তিনি। ছবিতে দেখা যায় জো বাইডেন ও মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনের সঙ্গে দাঁড়িয়ে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

২০ থেকে জুন আমেরিকায় রাষ্ট্রীয় সফরে গেছেন নরেন্দ্র মোদি। তার এই গুরুত্বপূর্ণ সফরটি নিউইয়র্ক থেকে শুরু হয়েছে। যেখানে তিনি ২১ জুন জাতিসংঘের সদরদপ্তরে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনে অংশ নেন। প্রধানমন্ত্রী মোদি যোগ দিবসের অনুষ্ঠানের পর ২২ জুন ওয়াশিংটন ডিসিতে যান। তাকে হোয়াইট হাউসে ঐতিহ্যবাহী সংবর্ধনা দেওয়া হয়।

বুধবার ব্যক্তিগতভাবে নরেন্দ্র মোদির জন্য এক নৈশভোজের আয়োজন করেন জো বাইডেন এবং জিল বাইডেন। এ সময় মোদি উপহারগুলো বাইডেন ও তার স্ত্রীর হাতে তুলে দেন।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image