মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের ৬ ঘন্টা পর বিলের পানি থেকে শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় লোকজন।
বুধবার (২৩ আগস্ট) রাত সাড়ে ৯ টায় সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের দুবাজাইল (শান্তিনগর) এলাকায় বন্যার পানি থেকে খোদেজা (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত খোদেজা উপজেলার অরুয়াইল ইউনিয়নের দুবাজাইল (শান্তিনগর) গ্রামের জিল্লুর রহমানের মেয়ে।
সরাইল থানার উপপরিদর্শক (এসআই) নুরুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। শিশুর পরিবার সূত্র জানায়, বুধবার বিকাল ৪ টার পর থেকে খোদেজাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে মসজিদের মাইকে নিখোঁজ সংবাদের ঘোষণা দেওয়া হয়।
পরে রাত সাড়ে ৯ টার দিকে লাইটের আলোতে একটি মরদেহ বন্যার পানিতে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা মরদেহটি উদ্ধার করে বিলের পাড়ে আনে। খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহটি শিশু খোদেজার বলে শনাক্ত করেন।
সরাইল থানার উপপরিদর্শক (এসআই) নুরুল করিম জানান, প্রাথমিক ভাবে নিশ্চিত হয়েছি বিলের পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: