• ঢাকা
  • সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

গাজায় ২৫০ ফিলিস্তিনিকে ১দিনে হত্যা করলো ইসরাইল


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:১৪ এএম
গাজায় ২৫০ ফিলিস্তিনিকে ১দিনে হত্যা করলো ইসরাইল
গাজা-ইসরায়েল যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় ইসরাইলি বাহিনীর ব্যাপক বিমান হামলায় ১দিনে অন্তত ২৫০ জন নিহত ও আহত হয়েছেন ৫শরও বেশি ফিলিস্তিনি।

কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা সোমবার (২৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, গাজা উপত্যকায় হামলা আরও জোরদার করেছে ইসরাইলি সেনাবাহিনী। এতে সবশেষ ২৪ ঘণ্টায় বিমান হামলায় ২৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এর মধ্যে মাগজি শরণার্থীশিবিরেই নিহত হয়েছেন শতাধিক ফিলিস্তিনি।
 
গত ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে দেশটির ১২০০ মানুষ নিহত হয়েছেন, আর আহত হয়েছেন ৮ হাজার ৭৩০ জন। হামাসের হামলার জবাবে ৭ অক্টোবরই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরাইল। এর পর আড়াই মাসের বেশি সময় পেরিয়ে গেলেও গাজায় নির্বিচার এ হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি সেনারা। এ হামলা থেকে মসজিদ, বিদ্যালয়, হাসপাতাল, আশ্রয়শিবির - কিছুই বাদ যায়নি।

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, মাগাজি শরণার্থীশিবিরে ইসরাইলি হামলায় সাতটি পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে।
 
ইসরাইলি হামলায় গাজায় এখন পর্যন্ত ২০ হাজার ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে ৭০ শতাংশই নারী ও শিশু। আর আহত হয়েছেন ৫৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি। আর উদ্বাস্তু হয়েছেন গাজার ২৩ লাখের মধ্যে ১৮ লাখের বেশি বাসিন্দা।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image