• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৭ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

শপথ নিলেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ২৯ আগষ্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ০৬:৫৬ এএম
টুকু
ডেপুুটি স্পিকার শামসুল হক টুকু

নিউজ ডেস্ক: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে শপথ নিলের পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু। সংসদ ভবনে রাষ্ট্রপতির চেম্বারে তাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এর আগে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন তিনি।

রোববার জাতীয় সংসদে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দলীয় এমপিকে ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়।

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী সংসদে শামসুল হক টুকুকে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচনের প্রস্তাব উত্থাপন করেন। পরে সরকারি দলের অপর সদস্য কামরুল ইসলাম সেই প্রস্তাবে সমর্থন জানান।

এর আগে ডেপুটি স্পিকার পদে একটিমাত্র মনোনয়ন পাওয়া গেছে বলে জানান স্পিকার শিরীন শারমিন চৌধুরী। পরে সংসদে কণ্ঠভোটে তাকে সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়। নতুন ডেপুটি স্পিকার হিসেবে সন্ধ্যা সাতটায় শপথ নেন টুকু।

সংসদের নিয়মানুযায়ী স্পিকার বা ডেপুটি স্পিকারের পদ শূন্য হলে ওই সময় যদি সংসদের অধিবেশন থাকে, তবে সাত দিনের মধ্যে নির্বাচনের বিধান রয়েছে। আর অধিবেশন না থাকলে পরের অধিবেশনের প্রথম দিন নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। সেজন্য রবিবার কার্যাবলির শুরুতেই ডেপুটি স্পিকার নির্বাচন হয়।

উল্লেখ্য, ২০১৯ সালের ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হন ফজলে রাব্বী মিয়া। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ২২ জুলাই যুক্তরাষ্ট্রে তিনি মারা যান। তার মৃত্যুতে ডেপুটি স্পিকারের পদ এবং গাইবান্ধা-৫ আসন শূন্য হয়ে পড়ে।

ঢাকানিউজ২৪.কম / এসডি

আরো পড়ুন

banner image
banner image