
শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের গৌরীপুরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে তিন ব্যক্তিকে কারাদন্ড ও জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফৌজিয়া নাজনীন।
ময়মনসিংহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খ সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুরের নেতৃত্বে একটি টিম গৌরীপুর অভিযান চালায়। অভিযানে গ্রাম ৩০০ গ্রাম গাঁজা সহ তিন ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে দন্ড দেয়া হয়।
দন্ডপ্রাপ্তরা হলেন উপজেলার কাশিচরণ পূর্বপাড়া গ্রামের মোঃ সাইকুল ইসলামের ছেলে হৃদয় ইসলাম (২২) ৩ মাস কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা, আব্দুল গফুরের ছেলে মোঃ রবিউল আওয়াল (২০) ১ মাস কারাদন্ড ও ৫শ টাকা জরিমানা, হতিয়র গ্রামের আজিজুল হকের ছেলে মোঃ আশিকুর রহমান (২১) ১ মাস কারাদন্ড ও ৫শ টাকা জরিমানা।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফৌজিয়া নাজনীন অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: