• ঢাকা
  • শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

মৌসুমি বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে তুরস্ক


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:১১ পিএম
মৌসুমি বৃষ্টিতে
ভয়াবহ বন্যার কবলে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক : স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ৫০ বছরের মধ্যে এত ভয়াবহ বন্যা দেখেনি দেশটি। তুরস্কের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা। পানিতে তলিয়ে গেছে সড়ক ও অনেক বাড়ি-ঘর। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বাসিন্দাদের। একজনের প্রাণহানির খবরও পাওয়া গেছে।

খবরে বলা হয়, মৌসুমি বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে তুরস্কের দক্ষিণাঞ্চল। বন্যায় বিপর্যস্ত আন্তালিয়াসহ আরো কয়েকটি প্রদেশ। আন্তালিয়া প্রদেশের কুমলুকা শহরে বন্যার কারণে বিদ্যুৎবিচ্ছিন্ন অনেকে। বাসিন্দাদের ঘর থেকে বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এদিকে পানিতে ভাসছে ক্রোয়েশিয়া ও বসনিয়াও। ক্রোয়েশিয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন সড়ক। প্রাণহানি হয়েছে বলেও জানা গেছে।

বন্যাৎদুর্গতদের সহায়তায় মাঠে নেমেছে সেনাবাহিনী। বসনিয়ার দক্ষিণাঞ্চলে বন্যার কারণে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। পাওয়া গেছে ভূমিধসের খবরও।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image