• ঢাকা
  • শনিবার, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

গফরগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্ধ পেয়ে প্রচারনায় প্রার্থীরা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ২১ মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:২৫ এএম
৪ জন প্রতিদ্বতা করছেন।
প্রার্থীদের প্রতীক বরাদ্দ

রোবেল মাহমুদ, গফরগাঁও-ময়মনসিংহ: আগামী ৫ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪র্থ ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। প্রতীক নিয়েই প্রচারনায় নেমেছেন গফরগাঁও উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী ও কর্মী-সমর্থকরা।

জেলা রিটার্নিং অফিসার ও ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহ্ফুজুল আলম মাসুম  সোমবার  দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের প্রতীক বরাদ্দ কনরে।

উপজেলা পরিষদ নির্বাচনে গফরগাঁওয়ে চেয়ারম্যান পদে ৩ জন,পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বতা করছেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী সদ্য সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন বাদল পেয়েছেন (আনারস),আফজালুর রহমান (মটরসাইকেল) আবুল হোসেন দীপু পেয়েছেন (ঘোড়া) প্রতীক।

পুরুষ ভাইস চেয়ারম্যানরা হলেন, মো. আতাউর রহমান (উড়োজাহাজ) এ,এস,এম মজিবুর রহমান (তালা), এস,এম শফিক উদ্দিন(চশমা ), এ কে এম  মাহতাব উদ্দিন সাদেক (টিয়া পাখি),মো.এনামুল হক (মাইক ),মো. রাসেল বক্স ( টিউবয়েল ) ও বুলবুল আহমেদ (পালকি ) প্রতীক পেয়েছেন ।  

মহিলা ভাইস চেয়ারম্যান পদে  রেশমা আক্তার (প্রজাপ্রতি),মোছা. শাহনাজ পারভীন (পদ্ম ফুল), নূরজাহান সিরাজী ববি( কলস ) ও রেহনুমা তারান্নুম দিতি (ফুটবল) প্রতীক বরাদ্দ পেয়েছেন।

উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৮৭ হাজার ৭৬ জন। পুরুষ ভোটার ১৯৭২৩৬জন এবং নারী ভোটার ১৮৯৮৩৮ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১১৯টি

সোমবার দুপুরে জেলা সদর থেকে প্রতীক বরাদ্ধ পেয়েই প্রার্থীরা ছুটে আসেন নির্বাচনী এলাকার ভোটারদের মাঝে।

নিজস্ব লোকবল নিয়ে ঝাঁপিয়ে পড়েন নির্বাচনী ময়দানে। প্রার্থীরা শুরু করেছেন নির্বাচনী প্রচারণা। নিজ নিজ প্রতীকের পোস্টার টানানোর পাশাপাশি মাইকেও চলছে প্রচার-প্রচারণা।

ঢাকানিউজ২৪.কম / এইচ

আরো পড়ুন

banner image
banner image