• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৯ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

এক টেবিলে মেয়র প্রার্থী খায়ের আবদুল্লাহ ও হাসানাত আবদুল্লাহ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ০৫ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ০২:১০ পিএম
উপস্থিত সবাই করতালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন
আলিঙ্গনে হাসানাত আবদুল্লাহ ও খায়ের আবদুল্লাহ

নিউজ ডেস্ক:  বরিশাল সিটি নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিকে এসে অবশেষে এক টেবিলে বসলেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ও তাঁর বড় ভাই জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ। এ সময় হাসানাত আবদুল্লাহ ছোট ভাই খায়ের আবদুল্লাহকে আলিঙ্গন করে বিজয়সূচক ‘ভি’ চিহ্ন দেখান।

শনিবার বিকেলে বরিশালের গৌরনদীতে বিভাগের সব জেলা আওয়ামী লীগের নেতাদের নিয়ে আয়োজিত বিশেষ সভায় এ দৃশ্য দেখেন নেতারা। এ সময় উপস্থিত সবাই করতালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

বিভেদ নিরসনে হাসানাত আবদুল্লাহকে প্রধান করে ৯ সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছিল কেন্দ্র। বিকেলে ওই কমিটির ডাকে গৌরনদীতে বিশেষ সভা করে আওয়ামী লীগ। 

এর আগে ২৬ মে একই কমিটি গৌরনদীতে জেলা ও মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা আহ্বান করেছিল। কিন্তু ওই সভায় যোগ দেননি খায়ের আবদুল্লাহ। ফলে বিভেদের বরফ গলেনি। আজকের সভায় খায়ের আবদুল্লাহর যোগদান ও বড় ভাই হাসানাত আবদুল্লাহর আলিঙ্গনের মধ্য দিয়ে এ বিভেদের অবসান হবে বলে মনে করছেন দলটির নেতা-কর্মীরা।

বিশেষ ওই সভায় উপস্থিত ছিলেন বরগুনা জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার (টুকু)। সন্ধ্যায় তিনি বলেন, সভায় যে আন্তরিক ও আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে, তাতে দলের নেতারা উজ্জীবিত হয়েছেন। বরিশালে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ভূমিকা রাখবে। একই সঙ্গে বিভাগে দলীয় রাজনীতিকেও গতিশীল করবে।

সভা সূত্রে জানা গেছে, বরিশালের আসন্ন নির্বাচনে ছোট ভাইকে জয়ী করতে দলীয় নেতা-কর্মীদের একজোট হয়ে কাজ করার আহ্বান জানান হাসানাত আবদুল্লাহ। সভায় হাসানাত আবদুল্লাহ সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি বলেন, ‘আপনারা যাঁরা বিভিন্ন জেলা থেকে আসছেন, আপনাদের ওপর দায়িত্ব আমাদের মহানগরের ৩০টি ওয়ার্ডে যাঁরা দৈনিক প্রচারে নামছেন, আপনারাও তাঁদের সঙ্গে সহযোগিতা করবেন। একই সঙ্গে বরিশাল শহরে আপনাদের এলাকার যেসব পরিচিত ভোটার আছেন, তাঁদের কাছে ভোট চাইবেন।

সূত্র জানায়, সভায় বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি হাসানাত আবদুল্লাহ, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনসহ কেন্দ্রীয় নেতারা যোগ দেন। তবে বর্তমান মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ সভায় যোগ দেননি।

সভায় বিভাগের পাঁচ জেলার শীর্ষ নেতারা যোগ দেন। গৌরনদী পৌরসভা মাঠে এ সভা হয়। সভায় বড় ভাই হাসানাত আবদুল্লাহর পাশের চেয়ারে বসেন খায়ের আবদুল্লাহ। সভায় বিভেদ ভুলে দলীয় প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশনা দেন কেন্দ্রীয় নেতারা। দুই ভাইয়ের মান-অভিমান নিয়ে যখন ভোটের মাঠে নানা আলোচনা-সমালোচনা, তখন তাঁদের আলিঙ্গন ভিন্ন মাত্রা যোগ করবে বলে আশা করছেন দলটির নেতা-কর্মীরা।

হাসানাত আবদুল্লাহর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমানে জাতীয় কমিটির সদস্য গোলাম আব্বাস চৌধুরী বলেন, সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে এখন পুরো শক্তি নিয়ে তাঁরা নৌকাকে বিজয়ী করতে মাঠে নামবেন।

মনোনয়ন পাওয়ার পর খায়ের আবদুল্লাহ বরিশালে ফেরার পর তাঁকে ঘিরে আলাদা একটি বলয় তৈরি হয়। প্রয়াত মেয়র শওকত হোসেন হিরণের অনুসারী নেতা-কর্মী, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের সমর্থক ও হাসানাত পরিবারের একচ্ছত্র আধিপত্যে ছিটকে পড়া পুরোনো নেতা-কর্মীরা খায়ের আবদুল্লাহকে সমর্থন দিচ্ছেন।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image