• ঢাকা
  • রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

লক্ষ্মীপুর জেলায় নৌকা ও জালসহ ১০ জেলে আটক


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ০৬ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ০২:১০ পিএম
লক্ষ্মীপুর জেলায় নৌকা ও জাল
১০ জেলে আটক

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলায় মাছ ধরার নিষেধাজ্ঞা কে অমান্য করায় ১০জন জেলেকে আটক করেন লক্ষ্মীপুর জেলা মৎস্য বিভাগ ও নৌ পুলিশ। জেলেদের মাছধরার ৪ টি নৌকাসহ আড়াই হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি মাছ জব্দ করা হয়।

আজ মঙ্গলবার (৫ মার্চ) বিকালের দিকে লক্ষ্মীপুর জেলা সহকারী মৎস্য কর্মকর্তা আল আমিন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগেও লক্ষ্মীপুর জেলায় ভোরে মেঘনা নদী থেকে মৎস্য বিভাগ ও নৌ পুলিশের অভিযান চালিয়ে জেলেদেরকে আটক করেন।

পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত কুমার বিশ্বাস আটককৃত জেলে প্রত্যেককে ৫ হাজার টাকা করে ৬ জন জেলে থেকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেন। অপ্রাপ্ত বয়স্ক ৪ জন জেলেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

এছাড়াও জব্দকৃত জাল মজু চৌধুরীর হাট এলাকায় প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়।

দন্ডপ্রাপ্তরা হলেন- মোসলেহ উদ্দিন, মো. সালাহ উদ্দিন, আকাশ মাঝি, মনির হোসেন, মো. শাহিন, শাহ আলম মাঝি তারা সবাই লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের বাসিন্দা।

অন্য দিকে প্রাপ্ত বয়স না হওয়ায় সবুজ, তারেক, হৃদয় ও সামছুকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

অভিযান সূত্র হতে জানা যায় যে, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার ভোরে লক্ষ্মীপুর মেঘনা নদীতে যৌথ অভিযান পরিচালনা করেন জেলা মৎস্য বিভাগ ও নৌ-পুলিশ।

এ সময় মতির হাট এলাকা থেকে ১০জন জেলেকে আটক করা হয়। তাদের ৪টি নৌকা ও ২ হাজার ৫'শ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

লক্ষ্মীপুর জেলা সহকারি মৎস্য কর্মকর্তা মো. আল আমিন বলেন, ৪ জন জেলে তাদের মধ্যে সবুজ, তারেক, হৃদয় ও সামছু অপ্রাপ্ত হওয়ায় তাদের দন্ডাদেশ না দিয়ে মুছলেকা নিয়ে এবং ২টি ডিঙ্গি নৌকাকে ছেড়ে দেওয়া হয়।

অন্য দিকে আটককৃত ৬ জনকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে প্রত্যকের ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত মাছ অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image