
মোঃ হারুন-উর-রশীদ, ফুলবাড়ী প্রতিনিধি, দিনাজপুর : তামাক নয়, খাদ্য ফলান' প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরের ফুলবাড়ীতে বিশ্ব তামাক মুক্ত দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
বুধবার সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্ত্বর থেকে বিশ্ব তামাক মুক্ত দিবসের এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালী শেষে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনাসভা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী।
এসময় বেতদিঘী ইউপি চেয়ারম্যান শাহ আব্দুল কুদ্দুস, কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন, খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক, দৌলতপুর ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আকতারুজ্জামান, উপজেলা স্যানেটারী পরিদর্শক শ্রী জগদীশ চন্দ্র মহন্ত।
বিশ্ব তামাক দিবস পালনে উপজেলা সকল কর্মকর্তা কর্মচারী ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: