• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৭ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ধর্মীয় গ্রন্থ পোড়ানো নিষিদ্ধ করতে চায় অধিকাংশ সুইডিশ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ০৭ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:৩২ পিএম
কোরান
পবিত্র ধর্ম গ্রন্থ, ফাইল ছবি

নিউজ ডেস্ক: বিশ্বব্যাপী প্রতিবাদের মুখে সুইডিশ সরকার এখন ধর্মীয় গ্রন্থ পোড়ানো থেকে সরে আসার ইংগিত দিয়েছে। সম্প্রতি সুইডেনে একটি জরিপ চালানো হয়। কোরআন ও বাইবেলের মতো ধর্মীয় গ্রন্থগুলোকে পোড়ানো উচিত কিনা। জরিপে অধিকাংশ জনগণ ধর্মীয় গ্রন্থ পোড়ানো নিষিদ্ধ করার পক্ষে মতামত ব্যক্ত করেছে। 

কানটার পাবলিক নামক একটি স্থানীয় প্রতিষ্ঠান লোকজনের ওপর জরিপ চালায়। এতে ৫৩ শতাংশ লোক ধর্মীয় গ্রন্থ পোড়ানো নিষিদ্ধ হওয়া উচিত বলেছে। ৩৪ শতাংশ বলেছে ধর্মীয় গ্রন্থ পোড়ানোর অনুমতি দিতে হবে। ১৩ শতাংশ কোনো পক্ষে মত দেয়নি। জরিপকারীরা বলছে বিশ্বব্যাপী প্রতিক্রিয়া হওয়ার কারণে জরিপে প্রভাব পড়েছে। 

প্রসঙ্গত ১৯৭০ সালে সুইডেনে ব্লাসফেমি আইন বাতিল করে। ওই আইন ফিরিয়ে আনা হবে কিনা তা নিয়ে চলছে বিতর্ক। অধিকাংশ লোক বাক স্বাধীনতা সমুন্নত রাখতে ব্লাসফেমি ফিরিয়ে আনতে চান না। প্রতিবেশী ফিনল্যান্ড ধর্মীয় শান্তি বিনষ্ট করাকে অপরাধ হিসেবে গণ্য করে। সে কারণে সেখানে এ ধরনের কর্মকাণ্ডকে সমর্থন করা হয় না। সুইডেন একই রকম আইন করবে কিনা তা আগামীতে পরিষ্কার হবে।  

সূত্র. স্পুটনিক নিউজ। 

ঢাকানিউজ২৪.কম / এসডি

আরো পড়ুন

banner image
banner image