• ঢাকা
  • শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ইউনাইটেড এয়ারের সারচার্জ মওকুফে প্রধানমন্ত্রীর নির্দেশ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:১৪ এএম
সারচার্জ মওকুফে প্রধানমন্ত্রীর নির্দেশ
ইউনাইটেড এয়ার

নিউজ ডেস্ক :  প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন, বন্ধ হয়ে যাওয়া বেসরকারি এয়ারলাইনস ইউনাইটেড এয়ারের বকেয়া সারচার্জ মওকুফ করতে। এতে পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের একমাত্র এয়ারলাইনসটির ফ্লাইটে ফেরার ক্ষীণ সম্ভাবনা তৈরি হয়েছে।

অবশ্য বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় বলছে, এখনও এ ধরনের নির্দেশ তাদের কাছে এসে পৌঁছায়নি।

প্রধানমন্ত্রীর দেয়া নির্দেশের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘আমিই প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি উত্থাপন করেছিলাম। তিনি তৎক্ষণাৎ ব্যক্তিগত সচিবকে ডেকে এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দিতে বলেন।

‘কোম্পানির বেশিরভাগ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে। তাদের স্বার্থরক্ষায় আমরা কোম্পানিটিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছি, কিন্তু বিশাল অঙ্কের সারচার্জের কারণে পারছিলাম না।’

তিনি বলেন, ‘দুই-তিনজন বিদেশি ক্লায়েন্ট এসেছেন এটাকে কিনতে। এই সারচার্জ না থাকলে তারা এটা নেবেন। তারা কোম্পানিটিকে কিনে একটি কার্গো অপারেটর কোম্পানি বানাতে চায়। এগুলো বিমান নয়, কোম্পানির পুরনো বিমান বিক্রি করে নতুন কার্গো বিমান আনবে।’

এর আগেও একবার ইউনাইটেডের আবেদনে প্রতিষ্ঠানটির সারচার্জ মওকুফ করতে অর্থ মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়েছিল বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়। তবে সে সময় আবেদনটি নাকচ হয়ে যায়।

গত বছরের ২৮ ফেব্রুয়ারি ইউনাইটেড এয়ারের বোর্ড ভেঙে দিয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন পর্ষদ এয়ারলাইনসটিকে পুনরায় চালু করার জন্য প্রায় এক বছর আগে বকেয়া সারচার্জ মওকুফের আবেদন জানায়।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) হিসাবে, এ পর্যন্ত ইউনাইটেড এয়ারের কাছে তাদের পাওনা দাঁড়িয়েছে ৪ শ কোটি টাকার বেশি। এর মধ্যে ৫৮ কোটি টাকা হলো মূল বকেয়া, বাকিটা সারচার্জ বা পুঞ্জিভূত বকেয়া।

শুরু থেকেই ইউনাটেডের নতুন পর্ষদ বলে আসছিল, মূল বকেয়া পরিশোধে আপত্তি নেই। তবে সারচার্জ মওকুফের আবেদন জানিয়ে আসে এয়ারলাইনসটি।

পরবর্তী প্রক্রিয়ার বিষয়ে জানতে চাইলে অধ্যাপক শিবলী বলেন, ‘এটা সিভিল এভিয়েশনের চার্জ। সিভিল অ্যাভিয়েশন বিমানকে যেভাবে সারচার্জ ছেড়ে দিতে বলতো সেভাবে এদের বলবে। তবে মূল বকেয়া পরিশোধ করতে হবে।

‘তারা যদি সহযোগিতা করে তাহলে বিনিয়োগকারীদের কিছুটা লাভের সম্ভাবনা তৈরি হবে।’

দেশি এয়ারলাইনসগুলোর মধ্যে প্রথম পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ইউনাইটেড এয়ারওয়েজ। ২০০৭ সালে ব্যবসা শুরু করা এয়ারলাইনসটি হঠাৎ করেই বন্ধ হয়ে যায় ২০১৬ সালে। এতে কোম্পানির শেয়ার দর নামতে নামতে দুই টাকার নিচে নেমে আসে।

বিএসইসি মূল মার্কেট থেকে কোম্পানিটিকে স্থানান্তর করে ওভার দ্য কাউন্টার বা ওটিসি মার্কেটে। সেখানে শেয়ার লেনদেন জটিল ও সময়সাপেক্ষ বলে লেনদেনও হচ্ছে না। এতে ৭২ কোটি শেয়ারের মালিকদের টাকা কার্যত শূন্য হয়ে গেছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image