• ঢাকা
  • শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বাঙলা কলেজে বিএনপিকে গণসমাবেশের অনুমতির কথা ভাবছে পুলিশ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ০৯ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:৫৫ পিএম
বিএনপিকে গণসমাবেশের অনুমতি
বাঙলা কলেজ

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে সরকারি বাঙলা কলেজ মাঠে ঢাকায় গণসমাবেশের জন্য বিএনপিকে অনুমতি দেওয়ার কথা ভাবছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এমনটি জানা গেছে।

ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশিদ শুক্রবার সকালে বলেন, ‘কমলাপুর স্টেডিয়ামে সমাবেশের জন্য দেওয়া যাচ্ছে না, কারণে সেখানে কিছু ফাইবার স্ট্রাকচার আছে, সেগুলো ক্ষতির আশঙ্কা রয়েছে। আজই বিএনপিকে এ ব্যাপারে জানিয়ে দেওয়া হবে।

গতকাল বৃহস্পতিবার ডিএমপি কার্যালয়ে গিয়ে কমলাপুর স্টেডিয়ামে সমাবেশের আগ্রহের কথা জানায় বিএনপির প্রতিনিধিদল। পুলিশ সেসময় তাদেরকে মিরপুর বাঙলা কলেজের প্রস্তাব দেয়। বিএনপি নেতারা জানান, দুটি জায়গা পরিদর্শনের পর যেটি তাদের পছন্দ হবে সেখানে তারা সমাবেশ করবেন। পরে রাতে বিএনপি নেতারা দুটি মাঠ পরিদর্শনও করেন। 

এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বিএনপি নেতারা শাহজাহানপুরে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাড়িতে বৈঠকে বসেন। এখন পুলিশের পক্ষ থেকে জানানো হলো, কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মুস্তফা কামাল স্টেডিয়াম দেওয়া যাচ্ছে না। বাঙলা কলেজের মাঠের কথাই ভাবা হচ্ছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image