• ঢাকা
  • রবিবার, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সেন্টমার্টিন থেকে ফেরার পথে পর্যটকবাহী জাহাজ আটকা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:২৪ পিএম
সেন্টমার্টিন থেকে ফেরার পথে পর্যটকবাহী
জাহাজ আটকা

জাফর আলম, কক্সবাজার: কক্সবাজারের সেন্টমার্টিন থেকে টেকনাফে ফেরার পথে পর্যটকবাহী জাহাজ বার আউলিয়া সাগরে ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়েছে। জাহাজটিতে প্রায় ৭'শ পর্যটক ছিলেন বলে জানা গেছে। 

রবিবার (২২ অক্টোবর) বিকেলে সাড়ে ৩টার দিকে সেন্টমার্টিন থেকে ৫ কিলোমিটার দূরে শাহপরীর দ্বীপের কাছাকাছি পৌঁছালে নাফনদীর ডুবচরে জাহাজটি আটকা পড়ে। এর আগে জাহাজটি যাত্রী নিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে সেন্টমার্টিনে পৌঁছায়।

সেন্টমার্টিন দ্বীপের ইউপি সদস্য খোরশেদ আলম বলেন, বিকেলে দ্বীপে ফেরার পথে সাগরের মাঝখানে পর্যটকবাহী জাহাজ বার আউলিয়া আটকা থাকতে দেখেছি। তবে কী কারণে জাহাজটি আটকা ছিল, জানা নেই।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী বলেন, জাহাজ আটকা পড়ার খবর শুনেছি। তবে কি কারণে এ ঘটনা ঘটছে খতিয়ে দেখছি।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image