• ঢাকা
  • বুধবার, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

লক্ষ্মীপুর জেলায় সনাকের আয়োজনে তথ্য মেলা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ১৪ ফেরুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:৩৭ এএম
লক্ষ্মীপুর জেলায় সনাকের আয়োজনে
তথ্য মেলা

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : 'তথ্যই শক্তি, জানবো জানাবো, দুর্নীতি রুখবো' এই স্লোগান নিয়ে লক্ষ্মীপুর জেলায় তথ্য মেলার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী লক্ষ্মীপুর পৌর শহরের আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা সচেতন নাগরিক কমিটি (সনাক) এ আয়োজন করেন।

এর আগে একটি বর্নাঢ্য র‍্যালি লক্ষ্মীপুর জেলার পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশা ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। এসময় অতিথিদের নিয়ে মেলার স্টলগুলো পরিদর্শন করেন তিনি।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) সুরাইয়া জাহানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রেজা-ই রাফিন সরকার, লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, জেলা সিভিল সার্জন আহাম্মদ কবীর, লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া ও সনাকের লক্ষ্মীপুর জেলা সভাপতি প্রফেসর জেড এম ফারুকী প্রমুখ।

অন্য দিকে মেলায় লক্ষ্মীপুর জেলা ফায়ার সার্ভিস, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, সমাজসেবা, পরিবার-পরিকল্পনা, পাসপোর্ট অফিস, পল্লী বিদ্যুৎ সমিতি, লক্ষ্মীপুর পৌরসভা ও কৃষি বিপণন অধিদপ্তরসহ অর্ধশতাধিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image