• ঢাকা
  • রবিবার, ২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ; ১৬ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

গফরগাঁওয়ে অভ্যন্তরীণ ইরি-বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৬:৪৮ পিএম
গফরগাঁওয়ে অভ্যন্তরীণ
ইরি-বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন 

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে চলতি ইরি-বোরো মৌসুমে সরকারি ভাবে অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে উপজেলার গয়েশপুর খাদ্যগুদাম প্রাঙ্গনে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে ধান-চাল সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) রুবাইয়া ইয়াসমিন। এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. আছাদুজ্জামান, গয়েশপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মো. ইলিয়াস কাঞ্চন, পাইথল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আক্তারুজ্জামান ঢালী, চালকল মালিক আনিস আহমেদ, স্থানীয় কৃষকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

উদ্বোধনের সময় একজন কৃষকের নিকট থেকে ৩ মেট্রিকটন ধান এবং একজন মিলারের নিকট থেকে ৫০ মেট্রিকটন চাল সংগ্রহ করা হয়। উপজেলা খাদ্য বিভাগ জানায়, চলতি ইরি বোরো মৌসুমে ৩২ টাকা কেজি দরে সরাসরি কৃষকদের নিকট থেকে ২ হাজার ৮ মেট্রিকটন ধান ও ১১ জন মিলারদের নিকট থেকে ৪৫ টাকা কেজি দরে ২ হাজার ৭ শত ৯৫ মেট্রিকটন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। আগামী ৩১ আগষ্ট পর্যন্ত এ সংগ্রহ অভিযান চলবে। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image