নিউজ ডেস্ক: সারা দেশে নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি দামে টিসিবির চাল, চিনি, ভোজ্য তেল, পেঁয়াজ ও ডাল বিক্রি রোববার থেকে শুরু হচ্ছে।
টিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এই বিক্রয় কার্যক্রম ডিলারদের দোকান বা নির্ধারিত স্থানীয় স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহায়তায় ও তাদের নির্ধারিত তারিখ, সময় ও পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হবে।
কার্ডধারী ভোক্তারা নির্ধারিত ডিলারদের কাছ থেকে দুই লিটার সয়াবিন তেল/রাইসব্রান অয়েল ১০০ টাকায়, দুই কেজি মসুর ডাল ৬০ টাকায়, এক কেজি চিনি ৭০ টাকায় (প্রাপ্যতা সাপেক্ষে) ও দুই কেজি পেঁয়াজ ৩৫ টাকায় (শুধুমাত্র ঢাকায়) বিক্রি করা হবে।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: