
নিউজ ডেস্ক : উপকূলীয় জেলাগুলোতে ৭ নম্বর বিপদ সংকেত, পায়রা ও চট্টগ্রামে ৭, কক্সবাজারে ৬, মোংলা সমুদ্রবন্দরে ৫ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া দপ্তর।
আবহাওয়ার ১০ নম্বর বিশেষ বুলেটিনে মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে এই নির্দেশনা দেওয়া হয়। বলা হয়, আগামীকাল বুধবার ঘূর্ণিঝড়টি ভোলার ওপর দিয়ে অতিক্রম করবে। এ সময় ঘণ্টায় ৯০-১১০ কিলোমিটার বাতাসের গতি থাকবে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটে সাগর বিক্ষুব্ধ রয়েছে।
চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 8৪৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, ঘূর্ণিঝড়টি সকাল নয়টায় কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪১০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৩২৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে ও পায়রা সমুদ্রবন্দর থেকে ৩১০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছি
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: