• ঢাকা
  • শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

রোহিঙ্গা প্রত্যাবাসন: যে পরিকল্পনার কড়া সমালোচনায় এইচআরডব্লিউ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ১৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৯:০৪ এএম
রোহিঙ্গাদের জীবন ও স্বাধীনতা
রোহিঙ্গার বাংলাদেশে পালিয়ে আসেন

নিউজ ডেস্ক:  রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ বৃহস্পতিবার (১৮ মে) একটি পরিকল্পনার কড়া সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটি পাইলট প্রজেক্টকে একহাত নিয়েছে।

সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, এর মাধ্যমে রোহিঙ্গাদের জীবন ও স্বাধীনতা গভীর ঝুঁকির মধ্যে পড়বে।

বাংলাদেশে প্রায় ১০ লাখ রোহিঙ্গা মুসলিম শরণার্থী হিসেবে বসবাস করছেন। ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর নৃশংসতার কবলে এসব রোহিঙ্গা মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসেন।

সম্প্রতি মিয়ানমার ও বাংলাদেশ পাইলট প্রজেক্টের অধীনে সামনের সপ্তাহগুলোতে অন্তত এক হাজার ১০০ রোহিঙ্গাকে মিয়ানমারে প্রত্যাবাসনের পরিকল্পনা করেছে। যদিও এ নিয়ে জাতিসংঘ বারবার তাদের এ প্রজেক্টকে সায় দেয়নি।

এইচআরডব্লিউ বলেছে, বাংলাদেশ কর্তৃপক্ষের ভুলে যাওয়া উচিত নয় কেন রোহিঙ্গারা শরণার্থী হয়েছে। মিয়ানমারের কোনো পরিস্থিতি পরিবর্তন হয়নি বলে জানিয়েছে এইচআরডব্লিউ।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image