• ঢাকা
  • বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ১৬ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাতে চায় পাকিস্তান


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ০৪ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:৪০ পিএম
বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাতে চায় পাকিস্তান
পাকিস্তান-ভারত

নিউজ ডেস্ক : পাকিস্তানের শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠানোর বিষয়ে এক বৈঠকে বসেছিলেন। পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর সভাপতিত্বে বৈঠকে পাকিস্তানের ক্রীড়া মন্ত্রী, যোগযোগ মন্ত্রী, তথ্য-প্রযুক্তি ও টেলিযোগাযোগ মন্ত্রীসহ কাশ্মীর বিষয়ক উপদেষ্টা উপস্থিত ছিলেন। 

সভা শেষে ভারতে বিশ্বকাপ খেলতে দল পাঠানোর বিষয়ে ইতিবাচক মত দিয়েছে পাকিস্তান। পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বাধীন কমিটি জানান, ভারতে বিশ্বকাপে অংশ নেওয়া পাকিস্তান দল ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপের মতোই নিরাপত্তা পাবে। 

বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠানোর আগে একটি নিরাপত্তা পরিদর্শক দল পাঠাতে চায় পাকিস্তান। সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদ মাধ্যম জানিয়েছে, আইসিসি ও বিসিসিআইকে বিষয়টি আগেই অবহিত করেছে পিসিবি। নিরাপত্তা দলের ভারত সফরের বিষয়েও সবুজ সংকেত পাওয়া গেছে। 

দুই-একদিনের মধ্যে পাকিস্তানের ক্রীড়া মন্ত্রণালয় বিবৃতি দেবে বলেও আশা করা হচ্ছে। বিশ্বকাপ খেলতে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ওই কমিটি গঠন করে দেন। কমিটিকে সিদ্ধান্ত ও সুপারিশ দেওয়ার জন্যও বলা হয়। 

আগামী ৫ অক্টোবর ভারতে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ শুরু হবে। বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে পাকিস্তান। ১৫ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা ছিল। তা একদিন এগিয়ে ১৪ অক্টোবর হতে পারে। ১০ অক্টোবর পাকিস্তানের ম্যাচটি ১২ অক্টোবর হতে পারে। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image