
মজিবর রহমান, পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) সকালে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ঊর্মি ভৌমিকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ ফেরদৌস প্রিন্স, থানা পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম, ট্রাফিক সার্জেন সঞ্জিব মিত্র, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, মোমেনিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ মোঃ ওহিদুজ্জামান, মঠবাড়িয়া প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু, মঠবাড়িয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, কে এম লতিফ ইনষ্টিটিউশনের শিক্ষক এমাদুল হক, সরকারি হামেত আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক সঞ্জিব মিত্র প্রমূখ।
সভায় সভাপতি উপজেলা নির্বাহী কর্তকর্তা ঊর্মি ভৌমিক মঠবাড়িয়া আইন-শৃঙ্খলা স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করে বিভিন্ন দিক নিদের্শনা মূলক বক্তব্য প্রদান করেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: