• ঢাকা
  • রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

লক্ষ্মীপুর ব্লাড ডোনেশন এন্ড হেল্প ক্লাবের কমিটি গঠন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ০৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১:২১ এএম
লক্ষ্মীপুর ব্লাড ডোনেশন এন্ড হেল্প ক্লাবের কমিটি গঠন
ব্লাড ডোনেশন

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : যদি আমার রক্তে বাঁচে প্রাণ, স্বেচ্ছায় করবো রক্তদান এ স্লোগানকে সামনে রেখে গত ৩ বছর ধরে ২ হাজার ৭'শ ব্যাগ রক্তদান করেন লক্ষ্মীপুর ব্লাড ডোনেশন এন্ড হেল্প ক্লাব। লক্ষ্মীপুর জেলা প্রংশসায় ভাসছেন সেচ্ছাসেবী সামাজিক সংগঠন 'লক্ষ্মীপুর ব্লাড ডোনেশন এন্ড হেল্প ক্লাব'।

শুক্রবার (৮ মার্চ) বিকালের দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার আবিরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২ হাজার ৭'শ ব্যাগ রক্তদান উদযাপন ও নতুন কমিটি গঠন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর সদর উপজেলার (বি আর ডি.বি) চেয়ারম্যান মো. মামুনুর রশিদ মামুন।

সংগঠনের  সাবেক সভাপতি মো. সুজনের সভাপতিত্বে  ও সাবেক সহ-সভাপতি  মোশারফ হোসেন রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- লক্ষ্মীপুর জেলা সদরের পৌর ১২নং ওয়ার্ড কাউন্সিলর রিয়াজ উদ্দিন রাজু, লক্ষ্মীপুর সদর উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. হাসেম আহমেদ রূপম, স্থানীয় সমাজ সেবক মো. মাসুম মোল্লা, লাহারকান্দি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. তফসির আহমেদ, পিয়ারাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আকতার হোসেন সাগরসহ প্রমুখ।

আলোচনা সভা শেষে  ২ হাজার ৭'শ ব্যাগ রক্তদান উদযাপন উপলক্ষে অতিথিবৃন্দ কেক কেটে শুভ উদ্বোধন ঘোষণা করেন।

পরবর্তীতে অতিথিদের মাঝে সম্মাননা কেস্ট প্রদান করা হয়। শেষে নবগঠিত কমিটির সভাপতি- সাধারণ সম্পাদকসহ সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করা হয়। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image