নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর জেলায় একটি পরিত্যক্ত ডোবা থেকে ৫৫ বছর বয়সী অচেনা এক নারীর মরদেহ উদ্ধার করেন পুলিশ।
গতকাল শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের বাঙ্গাখাঁ গ্রামের কাছিদবাড়ি ব্রিজ এলাকার সওদাগর বাড়ির পরিত্যক্ত ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, মরদেহের কোথাও সন্দেহজনক কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: