
ফুলবাড়ী প্রতিনিধি, কুড়িগ্রাম : কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৩ নভেম্বর জেলহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার বিকাল ৩ টায় দলীয় কার্যালয় চত্বরে ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ আব্দুস ছামাদ। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাইফুর রহমান সরকারি মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ রফিকুল ইসলাম, শিমুলবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এজাহার আলী, যুবলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলন, উপজেলা কৃষক লীগের সদস্য সচিব লুৎফর রহমান লাভলু, কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর সেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল প্রমূখ। সভাটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।
আলোচনা সভা শেষে উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মঞ্জরুল ইসলামের পরিচালনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ৩ নভেম্বর জেলের অভ্যন্তরে ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ডের শিকার বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার রুহের মাগফেরাত কামনা করেন নেতাকর্মীরা।
জেলহত্যা দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিঠু, কোষাধ্যক্ষ প্রভাষক জাকারিয়া মিঞা, সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান দুলাল, দপ্তর সম্পাদক জনাব আলী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল খালেক বসুনিয়া, যুগ্ম আহ্বায়ক একরামুল হক, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম কুমার মোহন্ত সহ আওয়ামী লীগ এবং সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: